বাউফলে ইউপি চেয়ারম্যান সহ ৫৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বাউফলে ইউপি চেয়ারম্যান সহ ৫৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মোঃ দেলোয়ার হোসেন ঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের যুবলীগ নেতা রুমান তালুকদার ও ইসরাত তালুকদারের হত্যার ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন লাভলুকে প্রধান আসামী করে ৫৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে । গত মঙলবার বিকালে রুমানের বড় ভাই মো: মফিজউদ্দিন মিন্টু তালুকদার বাদি হয়ে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুকে প্রধান আসামি করে ৫৯জন ও আরো ১৫/২০ জন অজ্ঞত দিয়ে বাউফল থানায় একটি হত্যা মামরা দায়ের করেন । যার মামলা নং-০৫ ।
সূত্রে জানা গেছে, কেশবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কেশবপুর কলেজের অধ্যক্ষ সালেহউদ্দিন পিকু ও ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিউদ্দিন লাভলুর  মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল । উভয় পক্ষই স্থানীয় সাংসদ ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপির সমর্থক ।
ওই বিরোধের জের ধরে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর বাজরে  রুমান তালুকদার ও তার চাচাতো ভাই ইসাত তালুকদার  নবি আলীর চা দোকানে  বসে চা পান করার সময় মহিউদ্দিন লাভলুর সমর্থকরা এলোপাতাড়ি হামলা চালিয়ে কুপিয়ে দুইজনকে হত্যা করে ।
এবিষয় থানার ওসি তদন্ত আল-মামুন বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ১৩জন আসামীকে গ্রেফতার করা হয়েছে । বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে ।